রূপসী বাংলা ২৪

২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
জাতীয় প্রধান খবর

পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা : জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: পঞ্চমবারের মতো বাংলাদেশের সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার শেখ হাসিনাকে লেখা চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।”

বাংলাদেশের মানুষের কল্যাণে শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠন করে আওয়ামী লীগ; আর পঞ্চমবারের মত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা।

জাতিসংঘ মহাসচিবের চিঠিতে বলা হয়, “বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের যে অংশীদারত্ব, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যে অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি যে উদারতা বাংলাদেশ দেখিয়েছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যে সাফল্য বাংলাদেশ পেয়েছে, জাতিসংঘ তা গভীরভাবে মূল্যায়ন করে।”

গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ ও ট্রাস্টে অংশগ্রহণের জন্যও শেখ হাসিনাকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারের মত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করছি, তাতে আপনার সমর্থনের ওপর আমি নির্ভর করি।”

শেখ হাসিনার উদ্দেশে গুতেরেস বলেন, “বাংলাদেশের জনগণের কল্যাণে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।”

এর আগে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আরও আটটি দেশ। দেশগুলো হচ্ছে- সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, মিশর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এক অভিনন্দন বার্তায় আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

এরদোগান বলেছেন, “আমি আত্মবিশ্বাসী যে, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, “প্রধানমন্ত্রী হিসাবে আপনার মেয়াদে, এক দশকেরও বেশি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসাবে আবির্ভূত হয়েছে।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় পরে প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিল ভারত, রাশিয়া ও চীনসহ সাত দেশ।

একইসাথে জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইসলামিক সহযোগিতা সংস্থাভূক্ত (ওআইসি) বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

জাতীয় প্রধান খবর রাজনীতি

‘মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে সামান্যতম কোন অস্বস্তিতে নেই আওয়ামী লীগ সরকার’

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকা: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
খবর জাতীয়

পাটুরিয়ায় নিমজ্জিত ফেরি’র নির্মাণত্রুটি তদন্তের দাবি জাতীয় কমিটির 

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে যানবাহন বোঝাই ফেরি ‘রজনী গন্ধা’ নিমজ্জিত হওয়ার নিখোঁজ হয়েছেন একজন। ফেরি