রূপসী বাংলা ২৪

২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
খবর জাতীয়

পাটুরিয়ায় নিমজ্জিত ফেরি’র নির্মাণত্রুটি তদন্তের দাবি জাতীয় কমিটির 

নিজস্ব প্রতিবেদক

ঢাকাঃ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে যানবাহন বোঝাই ফেরি ‘রজনী গন্ধা’ নিমজ্জিত হওয়ার নিখোঁজ হয়েছেন একজন। ফেরি ‘রজনী গন্ধা’ নিমজ্জিত হওয়ার এ ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

শুক্রবার(১৯ জানুয়ারী) সংগঠনের সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে দাবি জানিয়েছে, ‘ফেরিডুবির দায়ভার অজ্ঞাত পরিচয়ের বাল্কহেডের ওপর না চাপিয়ে নিমজ্জিত ফেরিটির নির্মাণকালীন কোনো ত্রুটি ছিল কিনা, তা উদঘাটন করতে হবে। 

সংগঠনটি দাবি করেছে, ‘বাল্কহেডের ধাক্কায় তলা ফেটে পানি উঠে ফেরিটি তলিয়ে গেছে’ এবং ‘দ্রুতগতির বাল্কহেডটি শনাক্ত করা সম্ভব হয়নি’- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) এমন ঢালাও বক্তব্য অগ্রহণযোগ্য।

নিরপেক্ষ তদন্তের স্বার্থে নৌযানটির নির্মাণকালীন ত্রুটিবিচ্যুতি এবং সর্বশেষ সার্ভে (ফিটনেস) সংক্রান্ত তথ্য-উপাত্ত যাচাইবাছাই করা আবশ্যক বলে বিবৃতিতে বলা হয়।

দুর্ঘটনার পর থেকে উদ্ধার কার্যক্রমসহ পুরো বিষয়টির ওপর জাতীয় কমিটি নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রজনী গন্ধা ফেরিটি ২০১৪ সালে একটি বেসরকারি ডকইয়ার্ডে নির্মিত। এই  অল্পসময়ের মধ্যে এতো বড় নৌযানের তলদেশ একটি বাল্কহেডের (বালুবাহী ছোট্ট নৌযান) ধাক্কায় ফেটে নৌযানটি নদীতে তলিয়ে যাবে, তা মোটেও বিশ্বাসযোগ্য নয়।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা অবিলম্বে ফেরিসহ নিমজ্জিত যানবাহনগুলো উদ্ধার এবং নৌ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

জাতীয় প্রধান খবর রাজনীতি

‘মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে সামান্যতম কোন অস্বস্তিতে নেই আওয়ামী লীগ সরকার’

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকা: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
জাতীয় নির্বাচিত

মেট্রোরেলে অতিরিক্ত দেড় ঘন্টা চড়তে লাগবে ‘র্যাপিড পাস’

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ মেট্রোরেলের সময়সূচি আগামীকাল শনিবার থেকে বাড়ছে মতিঝিল পর্যন্ত । উত্তরা-আগারগাঁও রুটের সাথে সমন্বয় করে এখন সকাল ৮