রূপসী বাংলা ২৪

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
জাতীয়

ফজলে রাব্বি পার্কটি ব্যতিক্রমধর্মী আধুনিকীকরণে অঙ্গীকার করলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: গুলশানের শহীদ ডা: ফজলে রাব্বি পার্কটিকে আধুনিক ও ব্যতিক্রমধর্মী পার্ক করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি)  বিকেলে গুলশানের শহীদ ডা. ফজলে রাব্বি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।

মেয়র বলেন, এই পার্কের চারদিকে শব্দদূষণ রোধে জার্মানি থেকে আমদানিকৃত দৃষ্টিনন্দন ট্রান্সপারেন্ট নয়েজ ব্যারিয়ার দেওয়া হয়েছে। এর ফলে বাইরের তুলনায় পার্কের ভিতরে পঞ্চাশ শতাংশ কম নয়েজ থাকবে।’

মেয়র এসময় বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমাদের অঙ্গীকার ছিল ২৪টি পার্ক ও মাঠ নির্মাণ ও উন্নয়ন করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া। আজ শহীদ ডাঃ ফজলে রাব্বি পার্কের উদ্বোধনের মাধ্যমে আমরা জনগণকে দেওয়া অঙ্গীকার রক্ষা করতে পেরেছি। এর মাধ্যমে ২৪টি পার্ক ও মাঠের কাজ সম্পন্ন হলো।

করোনার কারনে পার্কটির উন্নয়ন কার্যক্রম শেষ করতে দেরি হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, সোসাইটির সবাই আমাকে প্রতিনিয়ত বলতেন পার্কটি কেন দেরি হচ্ছে, যে অবস্থায় আছে খুলে দেন। কিন্তু আজ উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার পরে সবাই বুঝতে পেরেছে কেন সময়টা লেগেছে। এখানে ন্যাচারবেজড সবকিছু করা হয়েছে। আমরা আজকের উদ্বোধনী অনুষ্ঠানও কিন্তু উন্মুক্তভাবে করেছি। মানুষের সুবিধার বিষয় যেমন বিবেচনা করা হয়েছে তেমনি পাখিদের কথাও বিবেচনা করা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, ‘গুলশান বনানী নিকেতন বারিধারা সোসাইটিকে আমি অনুরোধ করে বলতে চাই— পার্কটির পাশ দিয়ে যে লেকটি আছে সেখান দিয়ে নৌকা চলাচলের ব্যবস্থা করেন। এখান থেকে নৌকা দিয়ে চলে যাওয়া যাবে সার্কেল পর্যন্ত। সেখান থেকে রাস্তাটা পার হয়ে আবার সেখানে নৌকা সার্ভিস থাকবে, সেখান থেকে নৌকায় চড়ে আবার চলে যাওয়া যাবে বনানী কবরস্থান পর্যন্ত।

মেয়র মোঃ আতিকুল ইসলাম আরও বলেন, ‘একইভাবে গুলশানের যে লেকটি আছে, সেটা দিয়ে নৌকায় করে চলে যেতে পারবেন কালাচাঁদপুর পর্যন্ত। মাঝখানের রাস্তা শুধু পার হবেন, এরপর থেকে আরেক নৌকা সার্ভিস থাকবে। সোসাইটিগুলোকে বলব— আপনারা যে কোনো কিছু রেডিমেড না নিয়ে এমন ইনোভেটিভ কিছু করুন। এটা নিয়ে কাজ করুন, আমাদের কাছে আসুন আমরা সার্বিক সহযোগিতা করব। এসব সোসাইটিতে যারা আছেন তারা নিজেরা সমন্বয় করে এই খেয়াগুলোতে, লেকগুলোতে সাধারণ মানুষের যাতায়াতের জন্য পরিবেশবান্ধবভাবে নৌকা নামিয়ে দিন। আপনারা এক পা আগাবেন, আমি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দশ পা আগাবো সহযোগিতার জন্য।’

এসময় ডিএনসিসি মেয়র গুলশান ও নিকেতন সোসাইটিকে ফজলে রাব্বি পার্কটি ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণের জন্য আহবান করেন।

১৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, গুলশান সোসাইটির সভাপতি এটিএম শামসুল হুদা, নিকেতন সোসাইটির সভাপতি এম এ বাশার, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

জাতীয় প্রধান খবর রাজনীতি

‘মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে সামান্যতম কোন অস্বস্তিতে নেই আওয়ামী লীগ সরকার’

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকা: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
খবর জাতীয়

পাটুরিয়ায় নিমজ্জিত ফেরি’র নির্মাণত্রুটি তদন্তের দাবি জাতীয় কমিটির 

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে যানবাহন বোঝাই ফেরি ‘রজনী গন্ধা’ নিমজ্জিত হওয়ার নিখোঁজ হয়েছেন একজন। ফেরি