রূপসী বাংলা ২৪

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
পর্যটন

পর্যটন মেলায় ছাড় দিয়ে গ্রাহক টানার প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

ঢাকাঃ দ্বিতীয়দিনের মতো দেশি-বিদেশি পর্যটক আনতে ১৯ তম ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা। ৮ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এ মেলা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় দিনে বিভিন্ন ছাড় আর প্যাকেজ নিয়ে পর্যটকদের আগ্রহী করে তুলছেন মেলায় স্টল দেওয়া প্রতিষ্ঠানগুলো।  প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০ টাকা।

এবারের মেলায় দেশ-বিদেশের ৮০টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে। এসব প্রতিষ্ঠান দর্শনার্থীদের জন্য বিশেষ মূল্যছাড়ও দিচ্ছে।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মতো পর্যটকদের জন্যে ছাড় নিয়ে এসেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন করপোরেশন। সংস্থাটি মেলায় ‘পর্যটন ডিসকাউন্ট কার্ড’ নিয়ে এসেছে। ১০০ টাকা মূল্যের একবার ব্যবহারযোগ্য এই কার্ডে সংস্থাটির হোটেল-মোটেল ও রিসোর্টে ২০ শতাংশ ছাড়ে থাকা যাবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উপব্যবস্থাপক (বিপণন) শেখ মেহদি হাসান বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের সমগ্র দেশব্যাপী এই ৬ মাস মেয়াদী ডিসকাউন্ট কার্ড টি বাজেট ট্রাভেলার, শিক্ষার্থী ও যারা অগ্রীম ট্যুর প্ল্যান করেন তাদের জন্য দারুণ সহায়ক হবে বলে আমরা মনে করি। এছাড়াও যারা সপরিবারে বেড়াতে চান এবং নারীদের পর্যটনের জন্যেও ভালো সুযোগ তৈরি করবে।

এদিকে সাইমন গ্লোবাল লিমিটেড, রুম চাই, প্রবাসী পল্লী গ্রুপের মতো বিভিন্ন পর্যটক সেবাদাতা প্রতিষ্ঠান যেমন আছে। তেমনি  নভো এয়ার, ইউএস বাংলা, বাংলাদেশ বিমান অংশ নিয়ে বিভিন্ন ছাড় দিচ্ছে পর্যটকদের।

আর গোল্ডস্টান্ড গ্রুপ কক্সবাজার ও কুয়াকাটা পর্যটক হোটেল খুলতে গ্রাহকদের আকৃষ্ট করতে দিচ্ছেন বিভিন্ন ধরনের ছাড়।

ক্রেতারা স্টল ঘুরে ঘুরে বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে ঘুরে দেখছিলেন। সাবিহা আলম নামে এক পর্যটক বলেন,  স্বামী-সন্তানকে নিয়ে মালদ্বীপ ঘুরতে যাবো বলে মেলা ঘুরে দেখছি। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অফার নিয়ে এসেছে যেকোন একটা বেছে নিবো।

অন্যদিকে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে যাওয়া পর্যটকরা মেলা প্রাজ্ঞন ঘুরে অফার খুঁজছেন।

মেলা সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের সৌন্দর্যের কথা তুলে ধরতে হবে। মালদ্বীপের মতো দেশ এই কাজ সফলভাবে করলেও বাংলাদেশ এ ব্যাপারে পিছিয়ে আছে। নানা উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত সংখ্যায় বিদেশি পর্যটক দেশে আসছেন না। তবে সরকার ও বেসরকারি উদ্যোগের কিছু সফলতা আছে। দেশের ভেতরে অনেকেই এখন ঘুরতে যান। তবে বিদেশিদের আনতে পারলে দেশের অর্থনীতি বিকশিত হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ মনিটর ২০০২ সালে দেশের প্রথম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট’ চালু করে। এরপর প্রতিবছর এটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলা ঢাকা ট্রাভেল মার্টের ১৯তম সংস্করণ।

1 Comment

  1. Jesus Laughlin

    ফেব্রুয়ারি ৯, ২০২৪

    Thanks for helping me to acquire new suggestions about pc’s. I also contain the belief that certain of the best ways to keep your laptop computer in leading condition has been a hard plastic-type case, or even shell, that suits over the top of your computer. Most of these protective gear tend to be model targeted since they are made to fit perfectly above the natural covering. You can buy them directly from the owner, or from third party places if they are for your notebook, however only a few laptop may have a cover on the market. All over again, thanks for your tips.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *