রূপসী বাংলা ২৪

জাতীয় প্রধান খবর শীর্ষ

সাগর-রুনী হত্যার বিচার নিশ্চিতে প্রধান বিচারপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

ঢাকাঃ  শুধু সাগর-রুনী নয় অনেক সাংবাদিক হত্যার এখনো বিচার হয়নি জানিয়ে ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রধান বিচারপতি বরাবর সকল সাংবাদিক হত্যার  দ্রুত বিচারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

রবিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব বলেন, একদিকে সাগর-রুনীর হত্যাকান্ড ১২ বছর পেরিয়ে গিয়েছে। অন্যদিকে আইনমন্ত্রী বলেছেন আরও ৫০ বছর লাগতে পারে। আমার মনে হয় আমাদের সময় এসেছে নতুন কর্মসূচি দেয়ার।

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ডের ১১ বছর পেরিয়ে গেলেও তদন্ত নিয়ে আরও সময় চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রীর এ বক্তব্য ‘কান্ডজ্ঞানহীন’ দাবি করে সাংবাদিক নেতারা আইনমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে দ্রুততম সময়ে হত্যাকান্ডের বিচারের দাবি করেন।

সমাবেশে বক্তারা জানান, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজবাজারের নিজ ফ্ল্যাটে খুন হন সাগর-রুনি। ঘটনার পর ততকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুন ৪৮ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিলেও ১২ বছর ধরে ঝুলে আছে হত্যার তদন্ত। ইতিমধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে ১০৭ বার।

এমন প্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘তাদের তদন্তে যতদিন সময় লাগে সঠিকভাবে দোষী নির্ণয় করতে, তাদেরকে ততটুকু সময় দিতে হবে। সেটা যদি ৫০ বছর হয়, ৫০ বছর দিতে হবে।’

আইনমন্ত্রীর এমন বক্তব্য ‘কান্ডজ্ঞানহীন’ উল্লেখ করে সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খান বলেন, আমরা আইনমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা ৫০ বছর অপেক্ষা করবো না।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, আমি মনে করি আমরা ১২ বছর ধরে নাটক করছি। আমরা যদি সত্যি সত্যি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার চাইতাম তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী- পুলিশের সাথে আমাদের এতো ভালো সম্পর্ক থাকতো না।

সাগর সরোয়ারের সাবেক সহকর্মী মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহমেদ বলেন, সাগর ক্ষুদ্র নৃগোষ্ঠী, তেল-গ্যাস, দুর্নীতি নিয়ে রিপোর্ট করতো। আমরা জানি না তার হত্যাকান্ডের সঙ্গে এইসব রিপোর্টের কোন সম্পৃক্ততা আছে কিনা। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই হত্যার তদন্ত রিপোর্ট এবং বিচার চাই।

এসময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

জাতীয় প্রধান খবর রাজনীতি

‘মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে সামান্যতম কোন অস্বস্তিতে নেই আওয়ামী লীগ সরকার’

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকা: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
খবর জাতীয়

পাটুরিয়ায় নিমজ্জিত ফেরি’র নির্মাণত্রুটি তদন্তের দাবি জাতীয় কমিটির 

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে যানবাহন বোঝাই ফেরি ‘রজনী গন্ধা’ নিমজ্জিত হওয়ার নিখোঁজ হয়েছেন একজন। ফেরি