রূপসী বাংলা ২৪

জাতীয় নির্বাচিত

মেট্রোরেলে অতিরিক্ত দেড় ঘন্টা চড়তে লাগবে ‘র্যাপিড পাস’

নিজস্ব প্রতিবেদক

ঢাকাঃ মেট্রোরেলের সময়সূচি আগামীকাল শনিবার থেকে বাড়ছে মতিঝিল পর্যন্ত । উত্তরা-আগারগাঁও রুটের সাথে সমন্বয় করে এখন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।

শনিবার(২০ জানুয়ারী) থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনেই সকাল থেকে রাত পর্যন্ত থামবে। তবে র্যাপিড পাস ও এমআরটি পাস থাকলে চড়া যাবে অতিরিক্ত আরও দেড় ঘন্টা।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, র্যাপিড ও এমআরটি পাস থাকলে উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিট ও মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল ও উত্তরা থেকে ৮টায় সবশেষ ট্রেন ছেড়ে যাবে।

এদিকে বরাবরের মতো সাপ্তাহিক বন্ধ থাকছে শুক্রবার।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, যাদের র্যাপিড ও এমআরটি পাস আছে শুধু তারাই সকাল ৭.১০ টা, ৭.২০ টায় উত্তরা থেকে মতিঝিল রুটে চলতে পারবে।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরমূখী মেট্রোরেলে রাত ৮.১০ টা, ৮. ২০ টা, ৮.৩০ ও ৮: ৪০ টার ট্রেনগুলোতে চলাচল করতে পারবেন।

সব স্টেশনে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস কেনা ও টপআপ করা যাবে।

এছাড়া সকাল ৭টা ১০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট, বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ মিনিট এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর চলবে ঢাকার মেট্রোরেল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

জাতীয় প্রধান খবর রাজনীতি

‘মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে সামান্যতম কোন অস্বস্তিতে নেই আওয়ামী লীগ সরকার’

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকা: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
খবর জাতীয়

পাটুরিয়ায় নিমজ্জিত ফেরি’র নির্মাণত্রুটি তদন্তের দাবি জাতীয় কমিটির 

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে যানবাহন বোঝাই ফেরি ‘রজনী গন্ধা’ নিমজ্জিত হওয়ার নিখোঁজ হয়েছেন একজন। ফেরি