রূপসী বাংলা ২৪

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
নির্বাচিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেট্রোরেলকে অনন্য মাইলফলক বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেট্রোরেলকে অনন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি ব‌লেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।

শ‌নিবার (২০জানুয়া‌রি) রাজধানী উত্তরার দিয়াবাড়ি ঢাকা ম‌্যাস ট্রান‌জিট কোম্পা‌নি লি‌মি‌টেড (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনে ” বঙ্গবন্ধু কর্ণার” উদ্বোধন অনুষ্ঠা‌নে তি‌নি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের ব‌লেন, প্রধানমন্ত্রী গত ২৮ ডিসেম্বর এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের শুভ উদ্বোধন করেছিলেন। পরবর্তিতে ০৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন করেছেন।

এরই ধারাবাহিকতায় আজ থেকে মেট্রোরেল শুক্রবার ব্যতীত প্রতিদিন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে এবং মতিঝিল থেকে সর্বশেষ মেট্রো ট্রেন রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসরণে এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশ‌মিক ১৬ কিলোমিটার বর্ধিত করার জন‌্য নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি ২৫ শতাংশ । আগামী ২০২৫ সা‌লের জুন মাসে এই অংশের উদ্বোধন করা যাবে বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।

‌তি‌নি আরও ব‌লেন, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণের জন্য নির্ধারিত বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯ দশ‌মিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ ও ১২টি পাতাল মেট্রোরেল স্টেশন বিশিষ্ট বিমানবন্দর রুট এবং নতুনবাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ১১ দশ‌মিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ ও ৯টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট পূর্বাচল রুট সমন্বয়ে মোট ৩১ দশ‌মিক ২৪১ কিলোমিটার।

এসময় সেখা‌নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিকসহ উর্দ্ধতন কর্মকর্তরা সেখা‌নে উপ‌স্থিত ছি‌লেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

জাতীয় নির্বাচিত

মেট্রোরেলে অতিরিক্ত দেড় ঘন্টা চড়তে লাগবে ‘র্যাপিড পাস’

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ মেট্রোরেলের সময়সূচি আগামীকাল শনিবার থেকে বাড়ছে মতিঝিল পর্যন্ত । উত্তরা-আগারগাঁও রুটের সাথে সমন্বয় করে এখন সকাল ৮
খবর জাতীয় নির্বাচিত

আগামীকাল থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে সকাল থেকে ৮ টা ৪০ মিনিট

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকা: ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭ টা ১০ মিনিট থেকে রাত ৮ টা ৪০