বার্তা কক্ষ:
সারাবিশ্বে বর্তমানে তুমুল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন অ্যাপটির অনেক সুবিধা থাকলেও নিরাপত্তার জন্যে রয়েছে বেশ কিছু অসুবিধা।
তারমধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপে করা যায় কলরেকর্ড। তবে অনেকেই হয়তো জানেন না হোয়াটসঅ্যাপে আপনি কল রেকর্ড করতে পারবেন। এই অ্যাপে কল রেকর্ড করা বেশ সহজ।
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে সহজে কল রেকর্ড করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটি কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করতে হবে। এর মধ্যে কিউব এসিআর (Cube ACR) অন্যতম। এই অ্যাপটি একটি কল রেকর্ডিং অ্যাপ।
এটি ইনস্টল হয়ে গেলে হোয়াটসঅ্যাপে কাউকে ভয়েস কল করুন। আপনি হোয়াটসঅ্যাপ কল শুরু করার সঙ্গে সঙ্গেই কিউব এসিআর নিজে থেকেই রেকর্ডিং শুরু করবে। আপনার কলের রেকর্ডিং ফোনের ইন্টারনাল স্টোরেজে সেভ হবে।
পরবর্তিতে রেকর্ড করা কল বের করতে চাইলে ফোনের ফাইল ম্যানেজার বা মাই ফাইলসে যেতে হবে। এখানে রেকর্ডিং খুঁজে না পেলে আপনি কিউব এসিআর অ্যাপে গিয়ে রেকর্ডিং দেখতে পারবেন।