রূপসী বাংলা ২৪

আন্তর্জাতিক এশিয়া দক্ষিণ এশিয়া প্রধান খবর

ইমরান সমর্থিত স্বতন্ত্রসহ ৬ এমএনএ মুসলিম লীগে যোগদান

বার্তাকক্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ওয়াসিম কাদির মুসলিম লীগ (নওয়াজ) দলে যোগ দিয়েছেন। নওয়াজকন্যা ও পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের পাশে দাঁড়িয়ে ওয়াসিম কাদির এ ঘোষণা দেন।

গত রোববার(১২ ফেব্রুয়ারী) ওয়াসিম কাদির এ ঘোষণা দেন।

ওয়াসিম কাদির লাহোরের (এনএ-১২১) একটি আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

যোগদানকারী অন্য ৫ জাতীয় পরিষদ সদস্য  হলেন- রাজা খুররাম নওয়াজ, ব্যারিস্টার আখিল, পীর জহুর হোসেন খোরাইসি, সরদার শামসের মাজারি এবং মিয়া খান বুগতি।

নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার দেওয়া হয়েছে। সেই ভিডিওতে ওয়াসিম কাদিরকে বলতে শোনা যায়, ‘আমি আমার ঘরে ফিরেছি।’

পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজের পাশে দাঁড়িয়ে ওয়াসিম কাদির এ ঘোষণা দেন।

শুরুতে পিএমএল-এনের এক্স হ্যান্ডলে এই ভিডিও শেয়ার করে ওয়াসিম কাদিরকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তা ডিলিট করা হয়। পরে নতুন করে ভিডিও শেয়ার দিয়ে ওয়াসিম কাদিরকে শুধু স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পিটিআইয়ের মন্তব্য জানা যায়নি।

পাকিস্তান নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যমতে, নির্বাচনে ২৬৬ আসনের একটির ফল ঘোষণা স্থগিত আর অন্যটির ভোট হয়নি। ফলাফল ঘেষিত ২৬৪ আসনে মধ্যে  স্বতন্ত্র প্রার্থীরা ১০১ আসনে জয় পেয়েছেন। এরমধ্যে ৯৩ জন ইমরানের দল পিটিআইয়ের সমর্থিত প্রার্থী।

দ্বিতীয় স্থানে থাকা নওয়াজের দল পেয়েছে ৭৫ আসন। ৫৪ আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ১৭ আসনে জয় পেয়েছে। বাকি ১৭টি আসনে জয়ী হয়েছে অন্যান্য দল।

নওয়াজ শরিফ সরকার গঠনের জন্য জোর তৎপরতা চালিয়েছে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে পিপিপি ও এমকিউএমের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

জাতীয় প্রধান খবর রাজনীতি

‘মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে সামান্যতম কোন অস্বস্তিতে নেই আওয়ামী লীগ সরকার’

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকা: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
ক্রিকেট ক্রীড়া প্রধান খবর

বিপিএলের উদ্বোধনী ম্যাচ: দুর্দান্ত ঢাকার দুরন্ত জয়

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকা: দশম বিপিএলের উদ্বোধনী ম্যাচে ‘দুর্দান্ত ঢাকা’ পেলো দুরন্ত জয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে নতুন