আরিফুল ইসলাম রনি
সেই ১৯৭৯ সালে কাপিল দেব ছিলেন টেস্ট র্যাঙ্কিংয়ের দুইয়ে। পরে এক সময় টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি। কিন্তু কখনও এক নম্বরের উচ্চতা ছুঁতে পারেননি…
অনেক বছর পর তার কাছাকাছি যেতে পেরেছিলেন জাহির খান। ভারতের প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পেছনে বড় অবদান ছিল তার। সেই পরিক্রমায় ২০১০ সালে তিনি উঠেছিলেন বোলারদের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে…
কিন্তু ভারতের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারেননি কোনো পেসার…
ভারতের সেই শূন্যতা পূরণ হলো এবার। রিভার্স সুইং আর ইয়র্কারের হুল ফুটিয়ে টেস্টের এক নম্বর বোলার এখন ছবির এই বোলারটি …
৮৮১ রেটিং পয়েন্ট তার। এটিও ভারতের ইতিহাসে পেস বোলারদের সর্বোচ্চ। আগের সবচেয়ে বেশি ছিল কাপিল দেবের ৮৭৭…
অভিনন্দন জাসপ্রিত জাসবিরসিং বুমরাহ…
(ফেসবুক থেকে নেওয়া)