রূপসী বাংলা ২৪

বিনোদন

সিনেমায় ইতি টেনে রাজনীতিতে নামলেন থালাপতি বিজয়

বার্তাকক্ষ

তামিল সিনেমায় রজনীকান্তের পর সবচেয়ে সফল ও প্রভাবশালী তারকা থালাপতি বিজয়। শুধু ভারতের দক্ষিণাঞ্চলেই নয়, তার ভক্ত-অনুরাগী ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। 

থালাপতি বিজয় এবার সিনেমা ছেড়ে রাজনীতিতে নামছেন, এটা বিজয় নিজেই এটা জানিয়েছেন।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন বিজয়। যেটার নাম ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’। এই আত্মপ্রকাশ ঘোষণার সঙ্গে সিনেমা ছাড়ার কথাটিও সাফ জানিয়ে দিলেন পর্দার তারকা।

বিজয় জানান, এই মুহূর্তে তার হাতে দুটি সিনেমা রয়েছে। একটি ‘গোট’ (গ্রেটেস্ট অব অল টাইম), আরেকটির নাম এখনও চূড়ান্ত হয়নি। প্রথমটির কাজ ইতোমধ্যে শেষ। বাকি ছবিটির কাজ সেরেই তিনি বিদায় নেবেন লাইট- ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে।

গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তামিলনাড়ুর রাজনীতিতে সক্রিয় ভূমিকায় নামতে চলেছেন থালাপতি বিজয়। অবশেষে সেটাই সত্যি হলো। তবে প্রতিষ্ঠিত কোনও দলে যুক্ত না হয়ে নিজেই আলাদা দল গড়ে চমক দেখালেন তিনি। এক বার্তায় বিজয় বলেছেন, ‘আমার কাছে রাজনীতি আরেকটি চাকরি। এটা একটা পবিত্র কাজ। আমি বুঝতে পেরেছি যে, পূর্বসূরিদের কাছ থেকে আমাকে রাজনীতির অনেক কিছু শিখতে হবে। মানসিকভাবে নিজেকে সেটার জন্য প্রস্তুত করছি। সুতরাং, রাজনীতি আমার কাছে কোনও শখ নয়। এটা আমার গভীরতম আকাঙ্ক্ষা। আমি নিজেকে পুরোপুরি ঢেলে দিতে চাই এখানে।’

এরপর সিনেমা প্রসঙ্গে থালাপতির মন্তব্য এরকম, ‘আমি আর একটি ছবির কাজ করবো, কারণ ওটার কথা দিয়ে রেখেছি। এরপর পুরোদমে রাজনীতির মানুষ হয়ে যাবো। এভাবেই আমি তামিলনাড়ুর মানুষের প্রতি আমার ঋণ শোধ করবো।’

জানা গেছে, ২০২৬ সালে তামিলনাড়ুর রাজ্যসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দল পুরোদমে অংশ নেবে।

থালাপতিকে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ নির্মিত ‘লিও’ ছবিতে। এটি বক্স অফিসে ৬০০ কোটির বেশি আয় করেছে। তার নতুন ছবি ‘গোট’ নির্মাণ করেছেন ভেঙ্কট প্রভু। চলতি বছরের শেষ দিকে এটি প্রেক্ষাগৃহে আসতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

বিনোদন

সন্তানের চিকিৎসায় কলকাতার হাসপাতালে পরীমণি

  • জানুয়ারি ১৯, ২০২৪
বার্তাকক্ষ অবকাশ কাটাতে নিজ জেলা বাড়ি বরিশাল থেকে ফিরে পুত্রসহ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। অবস্থার উন্নতি না হওয়ায়
বিনোদন

‘পদাতিক’-এ যেভাবে থাকছে সত্যজিতের কণ্ঠ

  • ফেব্রুয়ারি ৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকা: কালজয়ী পরিচালক মৃণাল সেনকে নিয়ে পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি ‘পদাতিক’ নামে নতুন সিনেমা বানাচ্ছেন। ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে