বার্তা কক্ষ
ভারতে হামলার ঘটনায় বিপাকে পড়েছিলেন পাকিস্তানি গায়ক-গায়িকা-অভিনেতারা। উড়ি হামলার পর যখন পাকিস্তানি শিল্পীদের ব্যান করে দেওয়া হয় ভারতে, তখন থেকে তিনি আর কোনও কাজ করেননি বলিউডে।
বলিউডে জনপ্রিয় হলেও সে কারণে ‘বিতাড়িত’ হয়েছিলেন আতিফ আসলাম।
যদিও একসময় বলিউডে উপহার দিয়েছেন বেশ কিছু সুপারহিট গান। দীর্ঘদিন পর তিনি কামব্যাক করতে চলেছেন বলিউডে।
আমিত কাসারিয়ার সিনেমা ‘লাভ স্টোরি অব নাইনটিজ’র জন্য গান গাইবেন তিনি। এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অধ্যয়ন সুমন এবং দিভিতা রাইকে।
বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইড জানিয়েছে, ‘লাভ স্টোরি অব নাইনটিজ’র প্রযোজক এবং ডিস্ট্রিবিউটররা অর্থাৎ হরেশ সঙ্গানি এবং ধর্মেশ সঙ্গানি তাদের সিনেমার মাধ্যমে যে আতিফ আবার বলিউডে ফিরছেন সেটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
‘লাভ স্টোরি অব নাইনটিজ’র টিম অত্যন্ত কৃতজ্ঞ আতিফ আসলামের কাছে যে তিনি এই সিনেমার জন্য রোমান্টিক গানটি গাইবেন।
আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই আতিফের ভক্তরা যে ভীষণ খুশি সেটা বলার অপেক্ষা রাখে না।
সিনেমার নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অনুমান করছেন এই গানটি ২০২৪ এর অন্যতম হিট গান হবে।
২০০৩ সালে ব্যান্ড ‘জল’র হয়ে ক্যারিয়ার শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষাতেও গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আতিফ আসলাম। ২০১১ সালে পাকিস্তানি ‘বোল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আতিফ অভিনয়জীবন শুরু করেন।