বিনোদন প্রতিবেদক
ঢাকা: ভারতের জনপ্রিয় বলিউড তারকা শাহরুখ খান ঢাকায় আসছেন এমন খবর গণমাধ্যমে ভাইরাল হয়েছে।
শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর বরাতে প্রকাশিত এসব সংবাদে দাবি করা হয়েছে, চলতি বছরই রাজধানী ঢাকায় আসছেন ‘বলিউড বাদশাহ’।
২০১০ সালে অন্তর শোবিজের মাধ্যমে ঢাকায় এসেছিলেন শাহরুখ খান। ১৪ বছর পর আবারও তাঁর ঢাকা আসা নিয়ে আলোচনার মধ্যে স্বপন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছে প্রথম আলো। তবে বিষয়টির সত্যাসত্য নিশ্চিত করেননি তিনি। স্বপন চৌধুরী বলেন, তিনি আপাতত এ বিষয়ে কথা বলতে চান না।
খোঁজ নিয়ে জানা গেছে, শাহরুখ খানের ঢাকায় আসার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এখনো তাঁর শিডিউল নেওয়া হয়নি। ফলে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে শাহরুখ ঢাকায় আসছেন কি না, তা জানতে অপেক্ষায় থাকতে হবে।
খবরটি কীভাবে ছড়াল—এমন প্রশ্নের জবাবে স্বপন চৌধুরী বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, শাহরুখ খানকে আনবেন? আমি “হ্যাঁ” বলেছি। এর পর থেকে অনেকেই আমাকে ফোন করছেন। বিষয়টি নিয়ে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না।’
‘অপারেশন জ্যাকপট’ নামের একটি সিনেমা প্রযোজনা করছেন স্বপন চৌধুরী। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে সিনেমাটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার পরিচালক রাজীব কুমার। সিনেমাটি চলতি বছরই মুক্তির কথা রয়েছে।