বার্তাকক্ষ
কিশোরী বয়সে যৌন হেনস্তার ঘটনা জানালেন আরেক অভিনেত্রী ভূমি পেড়নেকর। ১৪ বছর বয়সের সে ঘটনা
ভারতীয় গণমাধ্যম হটারফ্লাইকে দেওয়া সাক্ষাৎকারে দীর্ঘদিন পরে তুলে ধরলেন।
সে সময় ভূমি সদ্য কৈশোরে পা রেখেছেন। পরিবারের সঙ্গে এক মেলায় ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রকাশ্যে যৌন হেনস্থার শিকার হতে হয় তাঁকে। ভূমি বলেন, ‘পরিবারের সবার সঙ্গে মেলায় ঘুরতে গিয়েছি।
ভিড়ের মধ্যে আমার নিতম্বে কেউ হাত দেয়, চিমটি কাটে, বারবার ছুঁতে থাকে। কিন্তু পেছনে ফিরে যতবার তাকাচ্ছি, কে যে করছে, বুঝতে পারছিলাম না। ক্রমাগত সেই ব্যক্তি ছুঁতে থাকে আমাকে। ঘটনার আকস্মিকতায় ভাষা হারিয়ে ফেলছিলাম। ওই ঘটনা যেন দুঃস্বপ্নের মতো। আজও ভুলতে পারিনি।’
অভিনেত্রী আরও জানান, অনেক দিন পার হয়ে গেলেও ওই ঘটনার ট্রমা থেকে এখনো পুরোপুরি বের হতে পারেননি তিনি।