রূপসী বাংলা ২৪

নির্বাচিত মেট্রো পরিবহন

১০০ মিনিট পরে সচল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে ১১০ মিনিট বন্ধ থাকার পরে সচল হয়েছে মেট্রোরেল। রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের দিক থেকে মেট্রোরেল উত্তরার দিকে চালু হয়েছে।

এরআগে, বেলা ২টা ৪০ মিনিটের পর থেকে উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। উত্তরা স্টেশনের বোর্ডে লেখা উঠেছিল, ‘এই যাত্রাটি সংক্ষিপ্ত বিলম্ব হবে’।

ঢাকা ম‌্যাস র‌্যা‌পিড ট্রান‌জিট ডেভেলপ‌মেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প প‌রিচালক (গণসং‌যোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, মেট্রোরেল ৪টা ১০ মিনিটের দিকে চালু হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হয়। সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ ছিল।

এদিকে, মেট্রোস্টেশনগুলোর স্ক্রিনে ‘জরুরি থামার বোতাম টিপানো হয়েছিল ’ লেখাটি দেখানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

জাতীয় নির্বাচিত

মেট্রোরেলে অতিরিক্ত দেড় ঘন্টা চড়তে লাগবে ‘র্যাপিড পাস’

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ মেট্রোরেলের সময়সূচি আগামীকাল শনিবার থেকে বাড়ছে মতিঝিল পর্যন্ত । উত্তরা-আগারগাঁও রুটের সাথে সমন্বয় করে এখন সকাল ৮
খবর জাতীয় নির্বাচিত

আগামীকাল থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে সকাল থেকে ৮ টা ৪০ মিনিট

  • জানুয়ারি ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক ঢাকা: ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭ টা ১০ মিনিট থেকে রাত ৮ টা ৪০