নিজস্ব প্রতিবেদক
ঢাকাঃ বাংলাদেশের কৃষিখাতে অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখায় যশোর অঞ্চলের জনপ্রিয় কৃষিভিত্তিক অনলাইন প্লাটফর্ম রহস্য ট্রাভেল আয়োজনে অনুষ্ঠানে পনেরো জন কৃষাণ-কৃষাণী ও ছয়জন কৃষি কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারী ) বিকালে যশোরের শার্শা উপজেলার ছোট নিজামপুর আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.সুশান্ত কুমার তরফদার বলেন, এই আয়োজনটি কৃষক – কৃষাণীদের অনুপ্রেরণা। আগামীতে কৃষকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এমন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অনেক।
সরকারের কৃষি ক্ষেত্রে চলমান উন্নয়ন ও স্মার্ট কৃষি গড়তে অনলাইনের ভূমিকাসহ আলোচনা শেষে কৃষাণ-কৃষাণীদের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সম্মাননা সনদ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
রহস্য ট্রাভেল কৃষি পদক ২০২৩ সম্মাননা পাওয়া কৃষাণ-কৃষাণীরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের কৃষাণী আনোয়ারা বেগম , বোদখানা গ্রামের দেলোয়ার হোসেন , মিশ্রিদেওড়া গ্রামের পিন্টু হোসেন , গদখালী আন্দোলপোতা গ্রামের আলামিন হোসেন ।
শার্শা উপজেলার নাভারণ গ্রামের ইউসুফ আলী, নারায়ণপুর গ্রামের নূর মোহাম্মদ আলী , শ্যামলাগাছী গ্রামের মিজানুর রহমান , সূবর্ণখালী গ্রামের মাহাবুবুর রহমান , ছোট নিজামপুর গ্রামের শাহাজান শিকদার ও মোহাম্মদ আলী , একঝালা গ্রামের সাইফুল ইসলাম শুকুর , কন্দপপুর গ্রামের আছমা খাতুন ও শিলা আক্তার, শাড়াতলা গ্রামের সেলিম রেজা , শিকারপুর গ্রামের মনজুরুল ইসলাম।
পনের কৃষক – কৃষাণী ছাড়াও মাঠ পর্যায়ে কৃষকের সেবা প্রদানে অবদানের জন্য ছয়জন কৃষি কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয় । তারা হলেন , শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা , উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তরুন বালা , ঝিকরগাছা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো: রোকুনুজ্জামান , শার্শা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অসীত কুমার মন্ডল ,যশোর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম ।
শার্শা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব তরুন কুমার বালার সভাপতিত্বে ও রহস্য ট্রাভেল এর উপস্থাপক নয়ন হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রতাপ মন্ডল ও শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা এবং রহস্য ট্রাভেল এর প্রধান উপদেষ্টা নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দীন ।